সফটওয়্যারের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র বিতরণ করবে ইসি

সফটওয়্যারের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র বিতরণ করবে ইসি

স্মার্টকার্ড বা উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কার্যক্রমের স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ) জাকির মাহমুদ এই সংক্রান্ত নির্দেশনা সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ‘স্মার্ট কার্ড রি-বক্সিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন’ সফটওয়্যার শতভাগ ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়া যেসব উপজেলা ও থানা অফিস ইতোমধ্যে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শেষ করেছে, তারা ৩১ মার্চের মধ্যে সব অবিতরণকৃত কার্ড রি-বক্সিং সম্পন্ন করে এনআইডি মহাপরিচালককে জানাতে হবে।

নির্বাচন কমিশনের এই পদক্ষেপ স্মার্টকার্ড বিতরণ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করবে বলে আশা করা হচ্ছে।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 )