
সন্দেহজনক আউটের ঘটনায় তদন্তে নামছে বিসিবি
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে বিতর্কিত আউট নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
ম্যাচটিতে শাইনপুকুরের দুই ব্যাটার রহিম আহমেদ ও মিনহাজুল আবেদিন সাব্বির স্টাম্পিংয়ের শিকার হন। তাদের আউট নিয়ে দেখা দেয় ব্যাপক প্রশ্ন ও সমালোচনা।
রহিম আহমেদ বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামানের একটি বল খেলতে গিয়ে সামান্য এগিয়ে আসেন। তবে সিঙ্গেল নেওয়ার কোনো ইঙ্গিত না থাকায় আউটটি ঘিরে তৈরি হয় সংশয়। অন্যদিকে, অফ স্পিনার নাঈম ইসলামের এক ওভারপিচড ওয়াইড বলের বিপরীতে কোনো শট খেলেননি মিনহাজুল। বরং ব্যাট সরিয়ে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়েন, যেন আউট দেখার জন্য অপেক্ষা করছিলেন। প্রথমবার স্টাম্প ভাঙতে না পারলেও উইকেটরক্ষক দ্বিতীয়বারে সফল হন। তখন শাইনপুকুরের প্রয়োজন ছিল ৪২ বলে মাত্র ৭ রান এবং হাতে ছিল একটি উইকেট। মিনহাজুলের আউটের মধ্য দিয়েই মাত্র ৫ রানে জয় পায় গুলশান ক্রিকেট ক্লাব।
এই নাটকীয় ও বিতর্কিত পরিণতি ঘিরে শুরু হয় সমালোচনার ঝড়। ম্যাচে খেলার স্পিরিট ও নৈতিকতা প্রশ্নবিদ্ধ হওয়ায় তা নজরে আসে বিসিবিরও।
বিসিবির বিবৃতিতে জানানো হয়, “খেলার সততা ও নৈতিকতার মান বজায় রাখতে বিসিবি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সন্দেহজনক ঘটনা তদন্তে ইতিমধ্যে দুর্নীতিবিরোধী ইউনিট এবং লিগের টেকনিক্যাল কমিটি যৌথভাবে কাজ শুরু করেছে।”
তদন্তে কোনো অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বোর্ড।