সড়ক পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

সড়ক পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় ইঞ্জিনচালিত অটোরিকশার ধাক্কায় পাঁচ বছরের শিশু হুসাইন মোল্লা নিহত হয়েছে। নিহত শিশু গোপীনাথপুর গ্রামের জুয়েল মোল্লার ছেলে।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর বাবা জুয়েল মোল্লা জানান, গতকাল সন্ধ্যায় বাড়ির পাশে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে পেছন থেকে দ্রুত গতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে শিশু হুসাইন সড়কে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )