সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের ঘটনায় সম্পাদক পরিষদের প্রতিবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। রবিবার সম্পাদক পরিষদের সভাপতি মাহ্ফুজ আনাম এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার এই আদেশ জারি করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনার পর সচিবালয়ের নিরাপত্তার কারণ দেখিয়ে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে।
এ পদক্ষেপকে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি আখ্যা দিয়ে সম্পাদক পরিষদ জানিয়েছে, এ ধরনের সিদ্ধান্ত সারা বিশ্বে সাংবাদিকতার ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হয়।
সাংবাদিকদের প্রতিবন্ধকতা নিয়ে অসন্তোষ
বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ২৮ ডিসেম্বর দুঃখ প্রকাশ করে জানানো হয় যে নিরাপত্তার কারণে সাংবাদিকদের প্রবেশ সীমিত করা হয়েছে। এছাড়া তথ্য অধিদপ্তর থেকে জানানো হয়, অ্যাক্রেডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন চলছে এবং নতুন পাস ইস্যু করা হবে। তবে ঢালাওভাবে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ করাকে সম্পাদক পরিষদ অযৌক্তিক মনে করছে।
সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে উদ্বেগ
সম্পাদক পরিষদ আরও জানায়, ২০২৪ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশে পুলিশের ক্ষমতার অপব্যবহারের শঙ্কা রয়ে গেছে, যা আগের সাইবার নিরাপত্তা আইনের মতোই সমস্যাজনক। একতরফাভাবে অধ্যাদেশ গ্রহণের ঘটনায় হতাশা প্রকাশ করে তারা সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে এসব বিষয়ে সমাধানের আহ্বান জানিয়েছে।
প্রবেশাধিকার বাতিলের এ ধরনের পদক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত এবং কর্তৃত্ববাদী মনোভাবের উদাহরণ বলেও উল্লেখ করে সম্পাদক পরিষদ।