শুভাগতর শেষ বলের ছক্কায় ম্লান জিশানের সেঞ্চুরি

শুভাগতর শেষ বলের ছক্কায় ম্লান জিশানের সেঞ্চুরি

শেষ ওভারে ঢাকার দরকার ছিল ১২ রান। সমীকরণ শেষ বলে এসে দাঁড়ায় ৫ রানে। জয়ের জন্য ছক্কার বিকল্প ছিল না, আর সেই চাপ সামলে লং অফ দিয়ে বল উড়িয়ে ছক্কা মেরে ঢাকাকে জয় এনে দেন শুভাগত হোম।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি জাতীয় লিগের প্রথম দিনের এ ম্যাচে ঢাকার জয় পেছনে ম্লান হয়ে যায় সিলেটের জিশান আলমের বিধ্বংসী সেঞ্চুরি। ৫৩ বলে ১০০ রানের ইনিংসে ৪টি চার ও ১০টি ছক্কার ঝড় তুলেছিলেন জিশান। শেষ পাঁচটি ছক্কা টানা পাঁচ বলে মেরে দলকে ২০৬ রানের বিশাল লক্ষ্য দিতে ভূমিকা রাখেন তিনি।

ঢাকার ব্যাটিংয়ে আরিফুল ইসলাম ৪৬ বলে ৯৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৮টি ছক্কা। তবে শেষ ওভারে শুভাগতর (৩১*) ও মাহিদুল ইসলাম অঙ্কনের (৩০*) দৃঢ়তা ঢাকার জয় নিশ্চিত করে।

অন্যদিকে, সিলেট একাডেমি মাঠে ঢাকা মেট্রো বরিশালকে ৩১ রানে হারিয়েছে। ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বরিশাল ১৬১ রানে থেমে যায়। ফজলে মাহমুদ রাব্বির ৭৭ এবং সোহাগ গাজীর ৪০ রানের ইনিংস হারের ব্যবধান কমালেও দলকে জেতাতে পারেনি।

এভাবে ঢাকার শুভাগতর শেষ বলের ছক্কা এবং জিশানের ঝোড়ো সেঞ্চুরির ম্যাচটি রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী হয়ে রইল।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )