শীত পোশাকের বাহারি সম্ভার
শীতের আগমনে দেশের ফ্যাশন হাউসগুলো নানা ধরনের পোশাকের বাহারি সম্ভার নিয়ে প্রস্তুত। শীতের তিন পর্যায়—হালকা, মাঝারি ও ভারী ঠাণ্ডার জন্য ডিজাইন করা হয়েছে বিভিন্ন রকমের আরামদায়ক এবং ফ্যাশনেবল পোশাক।
ফ্যাশন হাউস সেইলর ও লা রিভ সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে এসেছে নতুন থিমে নকশা করা শীত পোশাক। সেইলর এবারের সংগ্রহে এমব্রয়ডারি, ফ্লোরাল প্রিন্ট ও জিওমেট্রিক মোটিফ ব্যবহার করেছে। তাদের ব্লেজারের তিনটি অংশ—টপ, প্যান্ট ও ব্লেজার, নজর কেড়েছে। অন্যদিকে, লা রিভ চেক, টুইড, উলেন এবং উষ্ণ কাপড় দিয়ে তৈরি করেছে নারীদের জন্য জ্যাকেট, সোয়েটার, ট্রেঞ্চ কোট ও কার্ডিগান।
হালকা শীতের জন্য
ডেনিম টপস, ক্যাজুয়াল শার্ট, শ্রাগ, কটি এবং হালকা জ্যাকেট বেশ জনপ্রিয়। তরুণদের জন্য রয়েছে ডেনিম ও করডোরি শার্ট।
মাঝারি ও ভারী শীতের জন্য
উষ্ণ এবং ভারী কাপড়ের ব্লেজার, সোয়েটার, ওভারকোট, এবং ট্র্যাডিশনাল পোশাকগুলোর মধ্যে সালোয়ার-কামিজ, আবায়া ও কাফতান ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকায়।
ডিজাইনাররা বলছেন, শীতের পোশাকে নতুনত্ব আনতে লেয়ারিং ট্রেন্ড দারুণ জনপ্রিয়। এই কৌশলে একাধিক স্তরে পোশাক পরা যায় যা আরামদায়ক এবং স্টাইলিশ।
সর্বশেষ ট্রেন্ডে ঢিলেঢালা জিন্স, ভি-নেক, ল্যাপেল কলার ও শল কলারের টপগুলো তরুণীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এবার জ্যাকেট, ব্লেজার ও শীতের অন্যান্য পোশাকে ফিউশনধর্মী নকশা এবং রঙের বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে।