শীতে উলের পোশাক যত্নে রাখার উপায়

শীতে উলের পোশাক যত্নে রাখার উপায়

55 / 100 SEO Score

উলের পোশাক যত্ন, সোয়েটার ধোয়ার নিয়ম, উল সংরক্ষণ, স্পট ক্লিনিং—শীত এলেই এই চারটি বিষয় সবচেয়ে বেশি দরকার হয়। কারণ শীতের মৌসুমে আলমারি থেকে বের হয় সোয়েটার, মাফলার, টুপি। দিনের বেলায় হালকা সোয়েটশার্ট যথেষ্ট হলেও সকাল-রাতে উলের পোশাক নিয়মিত ব্যবহার করতে হয়। ঠিকভাবে পরিচর্যা না করলে সোয়েটারে রোঁয়া ওঠে, ফ্যাব্রিক পাতলা হয়ে যায় কিংবা রং নষ্ট হয়ে যেতে পারে। তাই ব্যবহার করার সঙ্গে সঙ্গেই যত্ন নেওয়া জরুরি।

নিয়মিত ধুবেন না

উলের পোশাক ঘন ঘন ধোয়া ঠিক নয়—এতে উল দুর্বল হয়ে যেতে পারে। সাধারণভাবে টানা ৫–৬ দিন ব্যবহারের পর গন্ধ হলে ধোয়া যেতে পারে।
ধোয়ার সময়—

  • ঠাণ্ডা পানিতে শ্যাম্পু/মাইল্ড লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে নিন
  • সোয়েটার ১৫–২০ মিনিট ভিজিয়ে রাখুন
  • এরপর হালকাভাবে চিপে পানি ঝরিয়ে নিন (জোরে ঘষবেন না)
    মাসে সাধারণভাবে ৭–১০ দিন অন্তর এভাবে ধুলেই যথেষ্ট।

স্পট ক্লিনিং করুন

পাতলা সোয়েটার সপ্তাহে একবার ধোয়া যেতে পারে। কিন্তু মোটা উলের সোয়েটার, জ্যাকেট, চাদর বা কম্বল বারবার ধোয়া সম্ভব না—এগুলোতে পুরো ধোয়ার বদলে স্পট ক্লিনিং সবচেয়ে ভালো।
দাগ পড়লে—

  • দাগের জায়গায় মাইল্ড লিকুইড ডিটারজেন্ট লাগিয়ে আলতো করে ঘষুন
  • তারপর ঠাণ্ডা পানি দিয়ে শুধু ওই অংশ ধুয়ে নিন
    ভালো মানের সোয়েটার/কোট হলে মাসে একবার বা শীত শেষে ড্রাই ক্লিনিং করানো ভালো।

রোদে রাখুন, তবে সরাসরি নয়

ধোয়া না করলেও উলের পোশাকে অস্বস্তি তৈরি হতে পারে। তাই ৩–৪ দিন অন্তর সোয়েটার হালকা রোদে দিতে পারেন। তবে তেজি রোদে সরাসরি দেবেন না—রং ফিকে হতে পারে।

ঝুলিয়ে নয়, ভাঁজ করে রাখুন

উলের পোশাক হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে ফ্যাব্রিক টেনে লম্বা হয়ে যেতে পারে। তাই সোয়েটার, মাফলার—সবই ভাঁজ করে রাখুন। এতে পোশাকের ফিট ঠিক থাকে এবং দীর্ঘদিন ভালো থাকে।

Dailydeshbatra

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )