শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবির উপ-রেজিস্ট্রারসহ বরখাস্ত ৪, চলছে ব্লকেড কর্মসূচি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিয়েছে। উপ-রেজিস্ট্রারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একদিনের শোক ঘোষণা করে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।
এদিকে, শিক্ষার্থীরা নিহতের ঘটনার প্রতিবাদে ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছে। বুধবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে তারা প্রধান ফটকে অবস্থান নেয়। এ কর্মসূচির আওতায় ক্যাম্পাসে কোন ধরনের যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না।
শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতসহ ৮ দফা দাবি জানিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হল:
- কাঠামোগত হত্যাকাণ্ডের বিচার করতে হবে,
সড়কবাতি, ফুটপাত ও গতিরোধক স্থাপন করতে হবে,
নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে,
মেডিকেল সেন্টারের জরুরি সেবার মানোন্নয়ন,
নিবন্ধনহীন যানবাহন নিষিদ্ধ করা এবং নিবন্ধন প্রক্রিয়া স্বচ্ছ করা,
রিকশাচালকদের প্রশিক্ষণ প্রদান এবং
ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরাগুলো সচল করা।
বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী দুর্বার আদি বলেন, “প্রশাসনের দায়িত্ব ছিল ক্যাম্পাসে উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা, যা রাচির ক্ষেত্রে করা হয়নি।” তিনি প্রশাসনের গাফিলতি এবং নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আফসানা করিমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক দিবস ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে, এবং সব ক্লাস ও পরীক্ষা বাতিল করা হয়েছে।
এ ঘটনায় দায়ের করা দায়িত্বে অবহেলার কারণে উপ-রেজিস্ট্রারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই চারজন হলেন:
- ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) আব্দুর রহমান বাবুল,
নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া,
সহকারী সুপারভাইজার আব্দুস সালাম,
ডিউটি গার্ড মনসুর রহমান।