শিক্ষার্থীদের ওপর হামলার তদন্ত প্রতিবেদন প্রদানে ব্যর্থতা: প্রতিবাদে মশাল মিছিল

শিক্ষার্থীদের ওপর হামলার তদন্ত প্রতিবেদন প্রদানে ব্যর্থতা: প্রতিবাদে মশাল মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত জুলাই মাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ায় এবং বিচারকাজে প্রশাসনের অযোগ্যতা ও গড়িমসির প্রতিবাদে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ‘গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়, এরপর একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শিক্ষার্থীরা পুনরায় মিছিল বের করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করেন।

প্রক্টর অফিসের সামনে সমাবেশ সঞ্চালনা করেন সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের শিক্ষার্থী হাসিব জামান। ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, “গণ-অভ্যুত্থানের অর্ধবছর পেরিয়ে গেছে, কিন্তু প্রশাসন আমাদের দাবির প্রতি নীরব রয়েছে। যারা হামলা চালিয়েছিল, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নতুন প্রশাসন ক্ষমতায় আসার পর আমাদের শঙ্কা বেড়েছে।”

তিনি আরও বলেন, “আমরা বিচারের দাবি করলে আবার আমাদের ওপর হামলা হতে পারে। যে প্রশাসন রক্তের সিঁড়ি বেয়ে এসেছে, তারা হামলাকারীদের শাস্তি না দিলে আমরা এক দফায় যেতে বাধ্য হবো।”

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ফাহমিদা ফাইজা বলেন, “জুলাই মাসে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি এখনও চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। হামলার সঙ্গে জড়িতদের বিচার না হলে, আমরা জাকসুর ভোটার তালিকা প্রত্যাখ্যান করব।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম সমাবেশে বলেন, “এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়, তবে প্রশাসনের কাজ কিছুটা ধীরগতিতে চলেছে। তদন্ত কমিটি জানিয়েছে, তারা দ্রুততার সঙ্গে কাজ শেষ করবে।”

এই মশাল মিছিল এবং সমাবেশে শিক্ষার্থীরা প্রশাসনের বিরুদ্ধে আরো তীব্র আন্দোলনের আহ্বান জানিয়েছেন, এবং দাবী করেছেন, হামলাকারীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।

সূত্র: বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন এবং প্রশাসনিক সূত্র

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 )