শাহবাগ অবরোধ করেছেন আউটসোর্সিং কর্মীরা, বন্ধ যান চলাচল
সরকারি দপ্তরে আউটসোর্সিংয়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের (৯ম-২০তম গ্রেড) রাজস্বকরণের দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ করেছেন এলজিইডি আউটসোর্সিং ঐক্য পরিষদের সদস্যরা। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে তারা এই কর্মসূচি শুরু করেন। অবরোধের কারণে শাহবাগের গুরুত্বপূর্ণ সড়কটি যান চলাচলে অচল হয়ে পড়ে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ত্যাগ করবেন না।
আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. আব্দুর রাকিব সনেট বলেন, আউটসোর্সিং নীতিমালা ২০১৮-কে “কালো আইন” আখ্যা দিয়ে তিনি দাবি করেন, এই নীতিমালার কারণে সরকারের অর্থ এবং কর্মীদের অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি অভিযোগ করেন, ঠিকাদারদের মাধ্যমে টেন্ডার ব্যবসা চালিয়ে সরকারের মূল্যবান অর্থ আত্মসাৎ করা হচ্ছে, যা বন্ধ করা উচিত।
আন্দোলনের সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে ঠিকাদারদের প্রতি মাসে যে পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে, তা বন্ধ করলে সরকার যথেষ্ট অর্থ সঞ্চয় করতে পারবে এবং সেই অর্থ থেকেই কর্মচারীদের রাজস্বকরণসহ অন্যান্য ব্যয় বহন করা সম্ভব হবে।