শাহজাহান ওমরের বাড়ির পর গাড়িতেও হামলা

শাহজাহান ওমরের বাড়ির পর গাড়িতেও হামলা

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর বীর উত্তমের গাড়িতে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর করেছে। এ ঘটনায় গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও শাহজাহান ওমর অক্ষত আছেন। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিংড়ি এলাকায় এ হামলা হয়। পরে তিনি গাড়ি নিয়ে রাজাপুর থানায় পৌঁছান।

এ ঘটনার পর রাজাপুরের বিএনপি নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে শাহজাহান ওমরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তবে এর আগে, গতকাল বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজাপুর উপজেলার গোডাউনঘাট এলাকায় তার বাসভবন মেহজাবিনে হামলা ও ভাঙচুর চালানো হয়। হামলায় তিনটি গ্লাস ভেঙে যায়।

শাহজাহান ওমর তার গাড়ি নিয়ে আজ রাজাপুরের বাসার উদ্দেশে রওনা দিলে পিংড়ি এলাকায় দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। গাড়ি থেকে বের হয়ে তিনি নিরাপদে সরে যান। এরপর তিনি রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন। পুলিশ শাহজাহান ওমরকে থানার ভেতরে বসিয়ে রাখে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

শাহজাহান ওমর অভিযোগ করেছেন, হামলার সঙ্গে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নাসিম আকন জড়িত। তবে নাসিম আকন বলেছেন, “তাকে (শাহজাহান ওমর) বাসভবনে ইট নিক্ষেপ করার ঘটনা আমার জানা নেই।”

শাহজাহান ওমর ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রতিমন্ত্রী ছিলেন। ১/১১ সরকারের সময় দুর্নীতির অভিযোগে ১৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন, তবে বর্তমানে তিনি আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 )