
শাবিপ্রবি অ্যালামনাই, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহ্বায়ক কমিটি—এই তিনটি নামেই আজ ক্যাম্পাসজুড়ে আনন্দের আমেজ। প্রতিষ্ঠার তিন দশক পর অবশেষে গঠিত হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় অ্যালামনাই আহ্বায়ক কমিটি।
১১৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে রসায়ন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ড. মুজিবুর রহমান ও অর্থনীতি বিভাগের দ্বিতীয় ব্যাচের শাব্বির আহমদ চৌধুরীকে যৌথ আহ্বায়ক করা হয়েছে। আর পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন হয়েছেন সদস্যসচিব।
সংবাদ সম্মেলনে ঘোষণা
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
দায়িত্বপ্রাপ্তদের তালিকা
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন—
সৈয়দ জয়নুল হক, মোহাম্মদ আরিফ আলী রাব্বানী, জায়েদুর রহমান চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া, কামরুল হাসান মিঠু, নাজমুল ইসলাম জুয়েল ও প্রফেসর ড. শফিকুল ইসলাম।
সহ-সদস্য সচিব হিসেবে রয়েছেন—
সৈয়দ এ এস সুলতান, মখলিছুর রহমান পারভেজ, অ্যাডভোকেট মোহাম্মদ দিলোয়ার হোসেন শামীম, প্রফেসর ড. রেজোয়ান আহমেদ ও প্রফেসর ড. জামাল উদ্দিন।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. সাইফুল ইসলাম, আর সহ-কোষাধ্যক্ষ হিসেবে আছেন মোহাম্মদ তাহমিদ বখত চৌধুরী ও ড. সাইফুল ইসলাম।
লক্ষ্য ও পরবর্তী পরিকল্পনা
আহ্বায়ক কমিটি এখন থেকে শাবিপ্রবি কেন্দ্রীয় অ্যালামনাইয়ের কাঠামো, গঠনতন্ত্র প্রণয়ন ও নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি গঠনতন্ত্রের আলোকে শিগগিরই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় অ্যালামনাই নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের তিন দশকের ইতিহাসে এটি প্রথম কেন্দ্রীয় অ্যালামনাই কমিটি হওয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
সূত্র: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস বিজ্ঞপ্তি

