শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা আজ

শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা আজ

আজ শান্তিতে নোবেল পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। নরওয়ের রাজধানী অসলো থেকে স্থানীয় সময় সকাল ১১টা (বাংলাদেশ সময় বিকেল ৩টা) নোবেল ইনস্টিটিউট থেকে এই ঘোষণা দেওয়া হবে। নোবেল শান্তি পুরস্কারকে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে গণ্য করা হয়।

এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে), জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা (ইউএনআরডব্লিউএ) এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের নাম সামনে এসেছে। বিশ্বশান্তির সংকটময় পরিস্থিতির প্রেক্ষাপটে শান্তিতে নোবেলকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শান্তি পুরস্কার ছাড়া এবারের নোবেল আসরে ইতোমধ্যেই চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন ও সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )