
শতাধিক প্রতারণা মামলার আসামি খান বাবু গ্রেপ্তার
সারা দেশে ভয়ংকর প্রতারক হিসেবে পরিচিত মশিউর রহমান খান বাবু (৪২) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল ঢাকার আফতাবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই সাদ্দাম হোসেন।
গ্রেপ্তারকৃত মশিউর রহমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের মোতালেব আলী খানের ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান,
“মশিউর রহমান খান বাবু একজন ভয়ংকর প্রতারক। ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এর মধ্যে শুধু কোটালীপাড়া থানায়ই ২০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।”
তিনি আরও জানান, বাবু প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এর আগেও সিআইডি, ডিবি ও র্যাব পরিচয়ে প্রতারণা মামলায় বাবুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছিল। তবে আইনের ফাঁকফোকর ব্যবহার করে তিনি পুনরায় প্রতারণা শুরু করেন বলে জানান ওসি।
পুলিশ জানিয়েছে, বর্তমানে তার বিরুদ্ধে থাকা পরোয়ানাগুলোর ভিত্তিতে বাবুকে জেলহাজতে পাঠানো হয়েছে, এবং অন্য মামলাগুলোর বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।