লোহাগাড়ায় পাহাড় কাটার দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

লোহাগাড়ায় পাহাড় কাটার দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান এলাকায় পাহাড় কাটার দায়ে মো. শফিউল আলম (৩৪) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম এ রায় প্রদান করেন। শফিউল আলম ওই এলাকার আহমদ মিয়ার ছেলে।

জানা গেছে, উপজেলার গৌড়স্থান ভেল্লাবর পাড়ায় পাহাড় কাটার খবর পেয়ে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। অভিযানে শফিউল আলমকে পাহাড় কাটার দায়ে এক বছরের কারাদণ্ড এবং এক শ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই অভিযানে চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকায় ৩টি স্তুপে মজুত থাকা ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযানে চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )