
লাউ-মিষ্টি কুমড়া গাছের সঙ্গেও শত্রুতা!
বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের ৩০০ ফলন্ত লাউ ও মিষ্টি কুমড়া গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষিবাওয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক বিপ্লব শিকদারের দাবি, এতে তার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ৫ কাটা জমিতে লাগানো গাছগুলোতে ফলন আসতে শুরু করেছিল, কিন্তু রাতের আঁধারে সেগুলো কেটে ফেলা হয়।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে অমানবিক উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নিকটস্থ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কৃষককে আনুষ্ঠানিক অভিযোগ করতে বলা হয়েছে।
CATEGORIES সারাদেশ