
লক্ষ্মীপুরে রাস্তায় পড়ে থাকা নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন
লক্ষ্মীপুর জেলা শহরের মিয়া রাস্তার মাথা এলাকায় সড়কের পাশে পড়ে থাকা এক নবজাতক শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কে শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় বাসিন্দা কামাল মাঝি জানান, রাতে হঠাৎ অন্ধকার থেকে শিশুর কান্নার শব্দ শুনে কাছে গিয়ে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতককে দেখতে পান। পরে তিনি শিশুটিকে কোলে তুলে নেন। এ সময় স্থানীয় লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেওয়া হয়।
এদিকে সদর হাসপাতালের এক নারী জানান, শুক্রবার সকালে ওই নবজাতক শিশুটি হাসপাতালে জন্ম নেয়। জন্মের পর থেকেই শিশুটি অসুস্থ ছিল এবং তার মায়ের পরিচয় স্পষ্টভাবে পাওয়া যায়নি। সন্ধ্যার পর থেকেই মা ও শিশুকে আর দেখা যায়নি।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কমলা শীষ রায় জানান, শিশুটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশুরোগ বিশেষজ্ঞরা এসে তাকে পরীক্ষা করবেন এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা জানান, শিশুটিকে সরকারি তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কেউ শিশুটিকে দত্তক নিতে চাইলে আদালতের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করা হবে, অন্যথায় শিশুটিকে চট্টগ্রাম শিশু নিবাসে পাঠানো হবে।