রোমাঞ্চকর টেস্টে প্রোটিয়াদের জয়, ফাইনালে জায়গা নিশ্চিত

রোমাঞ্চকর টেস্টে প্রোটিয়াদের জয়, ফাইনালে জায়গা নিশ্চিত

সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা আজ বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে জয়ের স্বাদ দিয়েছেন। ১৪৮ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়ারা যখন ৯৯ রানে ৮ উইকেট হারিয়ে হারের দোরগোড়ায়, তখন রাবাদার অপরাজিত ৩১ রানের ইনিংস এবং মার্কো ইয়ানসেনের ১৬ রানের সঙ্গে ৫১ রানের জুটি দলকে ২ উইকেটে জয় এনে দেয়।

মোহাম্মদ আব্বাসের বিধ্বংসী বোলিংয়ে (৬ উইকেট) শুরুতে বিপদে পড়ে প্রোটিয়ারা। তবে নবম উইকেটে রাবাদা ও ইয়ানসেনের দৃঢ়তায় আব্বাসের সাফল্য বিফলে যায়। প্রথম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তানের জয়ের স্বপ্নের পথে রাবাদা-ইয়ানসেন ছিল বড় বাধা। মাত্র ৪৯ রান দূরে থাকা অবস্থায় দক্ষিণ আফ্রিকা শেষ দুই উইকেট নিয়ে জয় ছিনিয়ে নেয়। অধিনায়ক টেম্বা বাভুমার ৪০ রান দলকে লড়াইয়ের জায়গায় রাখলেও ৯৯ রানে ৮ উইকেট হারিয়ে যখন পরাজয়ের সম্ভাবনা উঁকি দিচ্ছিল, তখন রাবাদার ওয়ানডে মেজাজে ব্যাটিং দলকে রোমাঞ্চকর জয় উপহার দেয়।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )