রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করলেন উপদেষ্টা নাহিদ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করলেন উপদেষ্টা নাহিদ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ শনিবার (বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে) সকাল সোয়া দশটায় তিনি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানসহ বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধান ফটক নির্মাণে ২ কোটি ৯ লাখ টাকা ব্যয় হয়েছে। এর আগে, নাহিদ ইসলাম সকাল ১০টার দিকে সড়কপথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। জাতীয় সংগীত পরিবেশনার পর জাতীয় এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এরপর তিনি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন এবং সারাদিন বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকবেন বলে জানা গেছে। বিকাল ৪টায় তিনি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

রংপুর বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালের ২০ অক্টোবর। পরে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এর নাম পরিবর্তন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রাখা হয়।

 

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )