রেফারির দিকে থুথু ছিটিয়ে লাল কার্ড পেলেন খেলোয়াড়
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের সিয়াটল সাউন্ডার্স ও দিনামো ম্যাচে রেফারির প্রতি অশোভন আচরণের জন্য লাল কার্ড পেয়েছেন দিনামোর খেলোয়াড় হেরেরা। ম্যাচের ৬৫তম মিনিটে সিয়াটলের জ্যাকসন রাজেনকে ট্যাকেল করার জন্য হেরেরাকে হলুদ কার্ড দেখান রেফারি। তবে সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রেফারির দিকে থুথু ছিটিয়ে বসেন ৩৪ বছর বয়সি এই মিডফিল্ডার।
ভিআর রিভিউয়ের মাধ্যমে ঘটনাটি পর্যবেক্ষণের পর রেফারি তাকে লাল কার্ড দেখান এবং মাঠ ছাড়তে বাধ্য করেন। মেজর লিগ সকারের নিয়ম অনুযায়ী হেরেরা শাস্তির মুখে পড়তে পারেন, যা হতে পারে নিষেধাজ্ঞা ও জরিমানার সমন্বয়ে। রেফারির প্রতি অসদাচরণের কারণে তার জন্য অপেক্ষা করছে আরও কঠোর শাস্তির সম্ভাবনা।
TAGS Hot News