রাস্তায় প্রাচীর, ভোগান্তিতে ৪০ পরিবার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাকা রাস্তায় হঠাৎ ইটের প্রাচীর নির্মাণ করে প্রায় ৪০টি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ওই পরিবারগুলো। তবে প্রাচীর নির্মাণকারীরা এ অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয়রা জানান, পীরগঞ্জ-গোদাগাড়ি পাকা সড়কের দৌলতপুর এলাকায় মূল সড়ক থেকে পূর্বদিকে লোকালয়ে যাওয়ার পাকা রাস্তায় ইটের প্রাচীর নির্মাণ করেন দেলোয়ার হোসেন ও তার পরিবার। এতে প্রায় ৪০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে।
সাহালমসহ স্থানীয় কয়েকজনের অভিযোগ, মূল পাকা রাস্তা থেকে গ্রামে যাওয়ার সরকারি রাস্তায় দেলোয়ারের পরিবার বাড়িঘর নির্মাণ করেছে এবং প্রাচীর দিয়ে গ্রামবাসীকে বিপদের মধ্যে ফেলেছেন। চলাচলের পথ বন্ধ হওয়ায় অসুস্থ ব্যক্তি বা মৃত্যুর ক্ষেত্রে দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। এমনকি ফায়ার সার্ভিসেরও যাতায়াতের সুযোগ নেই। শিশুদের স্কুলে যেতেও সমস্যা হচ্ছে।
প্রাচীর নির্মাণকারী দেলোয়ার দাবি করেন, প্রাচীর দেওয়া জায়গাটি তাদের ব্যক্তি মালিকানাধীন। সরকারি রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানান তিনি।
সোমবার (৬ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম বলেন, বিষয়টি তার নজরে এসেছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।