রাশিয়াকে কী সহযোগিতা দিয়েছে উত্তর কোরিয়া?
গত দুই বছরে রাশিয়া এবং উত্তর কোরিয়া তাদের সহযোগিতামূলক সম্পর্ক আরও দৃঢ় করেছে। গত জুনে দেশ দুটি একটি সামরিক চুক্তি স্বাক্ষর করেছে, যার অধীনে যেকোনো একটি দেশ আক্রমণের শিকার হলে অন্য দেশ সামরিক সহায়তা প্রদান করবে। এই সহযোগিতার অংশ হিসেবে উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধের মস্কোকে সহায়তা করতে তিন হাজার সেনা পাঠিয়েছে।
দক্ষিণ কোরিয়ার আইনজীবীরা দেশটির গোয়েন্দাদের সাথে বৈঠকের পর এই তথ্য প্রকাশ করেন। তারা আরও জানান, ডিসেম্বরের মধ্যে আরও ১০ হাজার সেনা মস্কোতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা আগামী সপ্তাহে ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে যাচ্ছেন।
গোয়েন্দা তথ্যে জানা গেছে, আগস্ট ২০২৩ থেকে উত্তর কোরিয়া রাশিয়ায় ১৩ হাজার কনটেইনারের মাধ্যমে আর্টিলারি, মিসাইল এবং অন্যান্য অস্ত্র পাঠিয়েছে।
কূটনীতিককে তলব: রাশিয়ার ইউক্রেন আক্রমণে সহায়তার অভিযোগের প্রেক্ষিতে জার্মানি বার্লিনে নিযুক্ত উত্তর কোরিয়ার কূটনীতিককে তলব করেছে। জার্মানি দাবি করছে, উত্তর কোরিয়ার এই সহযোগিতা ইউরোপ এবং তাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যদি এই খবর সত্যি হয়, তাহলে তা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হবে।