রানীকে হারালেন নোশিন

রানীকে হারালেন নোশিন

ক্রীড়া প্রতিবেদক: জাতীয় মহিলা দাবার দ্বিতীয় রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার রানী হামিদকে হারিয়ে চমক দেখিয়েছেন ফিদে মাস্টার নোশিন আঞ্জুম। আসরের বর্তমান চ্যাম্পিয়ন নোশিনের এ জয় তার ধারাবাহিক সাফল্যের আরেকটি উদাহরণ। নোশিনের পাশাপাশি আরেক ফিদে মাস্টার, ওয়াদিফা আহমেদও পেয়েছেন টানা দ্বিতীয় জয়। তিনি ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিমকে পরাজিত করেছেন। রানী হামিদ প্রথম খেলায় ড্র করেছিলেন।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )