রাজনৈতিক পটপরিবর্তনে ব্যাংকে কোটিপতির সংখ্যা কমেছে

রাজনৈতিক পটপরিবর্তনে ব্যাংকে কোটিপতির সংখ্যা কমেছে

সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাবে ব্যাংক ব্যবস্থায় এক কোটি বা তার বেশি টাকার হিসাবধারীর সংখ্যা কমেছে। বাংলাদেশ ব্যাংকের জুলাই-সেপ্টেম্বর আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, অন্তত ২৬ হাজার কোটিপতি তাদের ব্যাংক থেকে এক কোটি টাকার বেশি অর্থ উত্তোলন করেছেন। এর ফলে দেড় হাজারেরও বেশি মানুষের ব্যাংক হিসাবের ব্যালেন্স কোটি টাকার নিচে নেমে গেছে।

প্রতিবেদন অনুসারে, দেশে ব্যাংকে কোটি টাকার হিসাবের সংখ্যা থেকে কোটিপতিদের আনুমানিক সংখ্যা নির্ধারণ করা হয়। কভিড-১৯ মহামারির পর থেকে এই ধরনের অ্যাকাউন্ট উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও সাম্প্রতিক উত্তোলনের হার উল্টো প্রবণতা দেখাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৭৫ সালে এক কোটি টাকার বেশি হিসাব ছিল মাত্র ৪৭টি। ২০১৫ সালে এ সংখ্যা বেড়ে ৫৭,৫১৬ জনে পৌঁছায়। ২০২০ সালের মার্চে কভিড-১৯ মহামারির শুরুতে এই সংখ্যা দাঁড়ায় ৮২,৬২৫-এ, যা বর্তমানে ১ লাখ ১৭ হাজারে পৌঁছায়।

অর্থনীতিবিদরা মনে করছেন, রাজনৈতিক পরিবর্তনের ফলে ক্ষুদ্র আমানতকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দুর্বল ব্যাংকগুলো কোটিপতিদের অর্থ বিতরণে অক্ষম হয়ে পড়ায় অনেকে তাদের মূলধন শক্তিশালী ব্যাংকে স্থানান্তর করতে বাধ্য হচ্ছেন। তবে, এই পরিস্থিতি সত্ত্বেও সাম্প্রতিককালে এক কোটি টাকার হিসাবের সংখ্যা কমার বিষয়টি বেশ ব্যতিক্রম।

সাম্প্রতিক উত্তোলন ও অর্থ স্থানান্তরের প্রবণতা ব্যাংকিং খাতে গভীর প্রভাব ফেলছে, যা অর্থনীতিবিদ ও ব্যাংক বিশেষজ্ঞদের নতুন করে ভাবনায় ফেলেছে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )