তারেককে একনজর দেখার অপেক্ষায় দেশবাসী: সালাহউদ্দিন

তারেককে একনজর দেখার অপেক্ষায় দেশবাসী: সালাহউদ্দিন

53 / 100 SEO Score

তারেককে একনজর, দেশবাসী অপেক্ষমাণ, সালাহউদ্দিন আহমদ, বিমানবন্দর বক্তব্য—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে দেশবাসী অপেক্ষায় রয়েছেন বলে মন্তব্য করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশবাসী তারেক রহমানকে “একনজর দেখার জন্য” এবং “দুটি কথা শোনার জন্য” অপেক্ষা করছেন।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিমানবন্দরে প্রবেশের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি।”

সালাহউদ্দিন আহমদের ভাষ্য, বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে আজ যে ঘটনাটি ঘটতে যাচ্ছে, তা দেশবাসী ও বিশ্ববাসী দেখবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই মুহূর্তটি ঐতিহাসিকভাবে পালন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে গত ১৬–১৭ বছর ধরে তাদের ধারাবাহিক সংগ্রাম-আন্দোলন চলেছে। তার ভাষ্য অনুযায়ী, ওই গণতান্ত্রিক আন্দোলনের একটি পর্ব “ছাত্র-গণঅভ্যুত্থান”-এর মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, “ফ্যাসিবাদীর পতন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়েছে, অবরুদ্ধ গণতন্ত্র অবমুক্ত হয়েছে।

আরও পড়ুন: রাজনীতির আরও খবর

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )