রাজধানীতে বর্ষবরণ উৎসব: কোথায় কী আয়োজন

রাজধানীতে বর্ষবরণ উৎসব: কোথায় কী আয়োজন

শিরোনাম:

সংবাদ:
শান্তি, সৌন্দর্য আর আনন্দের প্রতীক পহেলা বৈশাখ আবারও হাজির। শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩২। নববর্ষের প্রথম দিনটিকে বরণ করে নিতে রাজধানীজুড়ে ছড়িয়ে আছে উৎসবের বর্ণিল আয়োজন। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা রঙে রাঙানো এই দিন উদযাপন করতে নগরজুড়ে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা ও সংগীতানুষ্ঠান।

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ
প্রতিবারের মতো এবারও ছায়ানট আয়োজন করেছে ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। রমনার বটমূলে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হওয়া এই আয়োজনের মূল ভাবনা— ‘আমার মুক্তি আলোয় আলোয়’, যা প্রতিটি সুর, কবিতা ও পরিবেশনায় প্রতিফলিত হয়েছে গভীরভাবে।

চারুকলায় আনন্দ শোভাযাত্রা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজন করা হয় বর্ষবরণের ‘আনন্দ শোভাযাত্রা’। সকালে টিএসসি চত্বর থেকে শুরু হয় এই শোভাযাত্রা, যেখানে অংশ নেয় নানা ধর্ম, পেশা ও বয়সের মানুষ। রঙিন মুখোশ, পুতুল ও ঢাকঢোলের তালে নতুন বছরকে স্বাগত জানানো হয় উদ্দীপনায়।

সোহরাওয়ার্দী উদ্যানে বৈশাখী কনসার্ট
বিকেল ৩টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে বৈশাখী কনসার্ট। অংশ নিয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ, ভাইকিংস, লালন, স্টন ফ্রি, এভোয়েড রাফা ও দলছুট। এ ছাড়া অংশ নিচ্ছে গারো, চাকমা, ত্রিপুরা, মারমা ও খাসিয়া সম্প্রদায়ের ব্যান্ডদলগুলো, যারা তুলে ধরছে নিজেদের সংস্কৃতি ও সংগীত।

শিল্পকলা একাডেমিতে নবপ্রাণ আন্দোলন
সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে দুই দিনব্যাপী ‘নবপ্রাণ আন্দোলন’। বর্ষবরণ উপলক্ষে গান, নাটক, নাচ, আবৃত্তি ও প্রদর্শনীতে অংশ নিয়েছেন দেশের বরেণ্য শিল্পীরা।

রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজন
ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সকাল থেকেই চলে সুরের ধারার আয়োজনে পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীদের অংশগ্রহণে বর্ষবরণ। মুক্তমঞ্চে ছিল গান, কবিতা ও নৃত্য। আয়োজনকে প্রাণবন্ত করেছে বাঙালি ঐতিহ্যের নানা খাবার ও গ্রামীণ কারুশিল্পের সম্ভার।

জাতীয় সংসদ ভবনে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নববর্ষের সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় চীনা প্রযুক্তিবিদদের অংশগ্রহণে ব্যতিক্রমী ড্রোন শো। এর পরপরই ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যান্ড সংগীতের জমকালো আয়োজন।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )