রাউজানে শপিং ব্যাগে মোড়ানো ২টি পাইপগান উদ্ধার

রাউজানে শপিং ব্যাগে মোড়ানো ২টি পাইপগান উদ্ধার

50 / 100 SEO Score

রাউজান থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, র‍্যাব-৭ অভিযান, কদলপুর ইউনিয়নে পাইপগান, রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর—চট্টগ্রামের সন্ত্রাস-কবলিত এলাকা হিসেবে পরিচিত রাউজানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি পাইপগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব জানায়, উপজেলার কদলপুর ইউনিয়নের মাইজপাড়া এলাকায় গুন্না হাজীর খালি ভিটার পূর্ব পাশে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় অস্ত্র দুটি পড়ে ছিল। র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন রোববার (১৪ ডিসেম্বর) সকালে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অস্ত্র দুটি ১৩ ডিসেম্বর সন্ধ্যায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সংবাদসূত্রের তথ্যমতে গত বছরের ৫ আগস্টের পর থেকে রাউজানে দেড় ডজনের মতো হত্যাকাণ্ড ঘটেছে, যাদের অধিকাংশই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এর আগে র‍্যাব ও পুলিশ একাধিক অভিযানে সেখানে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে বলেও বিভিন্ন সময়ে জানানো হয়েছে।

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )