যুবলীগ নেতার হামলায় কলেজ অধ্যক্ষসহ আহত ৫
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের মাতাইনকোট গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় কলেজ অধ্যক্ষসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে। আহতদের লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন মুদাফ্ফরগঞ্জ আলী নওয়াব হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, তার ভাই এবিএম অহিদুর রহমান, স্ত্রী নাছিমা আক্তার, ছেলে জিল্লুর রহমান উজ্জ্বল এবং মিজানুর রহমানের স্ত্রী রেহানা পারভিন। রেহানা পারভিন মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
অধ্যক্ষ মিজানুর রহমান জানান, শুক্রবার সকালে তারা নিজেদের জমিতে সবজি চাষের কাজ করছিলেন। হঠাৎ পেরুল উত্তর ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক নিয়াজ আহমেদ সোহেল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সানি এবং অন্যান্য হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণ করে। হামলায় মিজানুর রহমানের দুই হাত গুরুতরভাবে কাটা গেছে এবং তার স্ত্রীর গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে।
হামলার বিষয়ে অভিযুক্ত নিয়াজ আহমেদ সোহেলের কোনো মন্তব্য পাওয়া যায়নি, যদিও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে।
লালমাই থানার পরিদর্শক তদন্ত আমিন কাদের খান জানান, আহত একজন ফোনে হামলার অভিযোগ জানিয়েছেন এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।