
যুদ্ধবিরতি শুরুর আগেই ফের হুমকি দিলেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে ইসরায়েল হামাসের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত। যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টা আগে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ সতর্কবার্তা দেন। খবর বিবিসির।
নেতানিয়াহু বলেন, “যুদ্ধবিরতি সাময়িক” এবং “অভিযান এখনো শেষ হয়নি।” তিনি জানান, গাজায় আবার হামলা চালানোর অধিকার ইসরায়েলের রয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়েই সমর্থন করবেন। “যদি আমরা আবার হামলা শুরু করি, তা হবে আরও জোরালো,” বলেন তিনি।
ভাষণে নেতানিয়াহু হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যাসহ গত ১৫ মাসের যুদ্ধে তার বাহিনীর ‘সফলতার’ প্রশংসা করেন এবং বলেন, “আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছি। হামাস এখন সম্পূর্ণ একা।”
শনিবারের ভাষণের আগে নেতানিয়াহু জোর দিয়ে বলেছিলেন, চুক্তির শর্তের বিষয়ে নিশ্চিত না হলে ইসরায়েল তা বাস্তবায়ন করবে না। হামাস কোন কোন জিম্মিকে মুক্তি দেবে তার তালিকা না পেলে চুক্তি কার্যকর হবে না।
ইসরায়েলি গণমাধ্যমগুলো ইতিমধ্যেই হামাসের মুক্তি দেওয়ার ৩৩ জিম্মির একটি তালিকা প্রকাশ করেছে, তবে তেল আবিব থেকে তা নিশ্চিত করা হয়নি। রবিবার সকালে গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা। প্রথম ধাপে ইসরায়েলও এক হাজার ৮৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে এবং গাজা থেকে বাহিনী প্রত্যাহার শুরু করবে।