যুদ্ধবিরতির আলোচনা চললেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত
যুদ্ধবিরতির আলোচনা চলমান থাকা সত্ত্বেও লেবাননে ইসরায়েলের আক্রমণ বন্ধ হয়নি। সোমবারের হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের মন্ত্রিসভা আজ (মঙ্গলবার) হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ-বিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করবে। এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সক্রিয় ভূমিকা রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, “সংঘর্ষ-বিরতির আলোচনা সদর্থক অবস্থায় পৌঁছেছে। দুই পক্ষেরই এই প্রস্তাব গ্রহণ করা উচিত।”
ইসরায়েল গতকাল সোমবার লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। লেবাননের তিনটি এলাকা হারেট, রেইক এবং শিয়াতে হামলা হয়েছে বলে জানিয়েছে জাতীয় সংবাদসংস্থা এনএনএ।
ইসরায়েলের সেনা দাবি করেছে, সোমবার তারা হিজবুল্লার ২৫টি ঘাঁটি ধ্বংস করেছে। পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের সীমান্ত এলাকায় রকেট হামলা চালিয়েছে। রবিবার তারা ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ২৫০টি রকেট নিক্ষেপ করেছিল।
জাতিসংঘসহ পশ্চিমা দেশগুলো যুদ্ধবিরতির আশা প্রকাশ করছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, “এবারের আলোচনা আগের চেয়ে অনেক বেশি ফলপ্রসূ হয়েছে। গাল্ফ এবং আরব দেশগুলোর সহযোগিতায় আলোচনা অনেক দূর এগিয়েছে।”
বিশ্বনেতারা আজকের ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক থেকে সংঘর্ষ-বিরতির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করছেন। তবে পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল হতে আরও সময় লাগতে পারে।
সূত্র: ডয়চে ভেলে, রয়টার্স