
যুক্তরাষ্ট্রের পণ্যে চীনের পাল্টা শুল্ক : কার্যকর কাল থেকে
চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ১০৪ শতাংশ শুল্ক কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ নিল বেইজিং। বুধবার (১০ এপ্রিল) চীনের অর্থ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে শুল্কহার ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৮৪ শতাংশ করছে। নতুন এ শুল্কহার স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে।
চীনের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই একতরফা শুল্ক বাড়ানো সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্যনীতির চরম লঙ্ঘন এবং দেশটির বৈধ অধিকার ও স্বার্থের ওপর সরাসরি আঘাত। তারা এমন ‘ভুল সিদ্ধান্তের’ বিরুদ্ধে কঠোর ও দৃঢ় প্রতিক্রিয়া জানাবে বলেও হুঁশিয়ার করে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ বিশ্বব্যাপী নিয়মভিত্তিক বাণিজ্যব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। এ ছাড়া পৃথক এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ছয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিল্ড এআই ইনকরপোরেশন ও সিয়েরা নেভাডা করপোরেশন—যারা চীনের অভিযোগ অনুযায়ী তাইওয়ানে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত বা দ্বীপটির সঙ্গে সামরিক প্রযুক্তি সহযোগিতায় যুক্ত ছিল।
পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ ঝিওয়েই ঝাং বলেন, ‘চীন আজ খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা তাদের বাণিজ্য নীতিতে অনড়। এই সংঘাতের সহজ সমাধান আপাতত নেই।’ তার মতে, এর প্রভাব শিগগিরই দুই দেশের অর্থনীতি ছাড়াও বৈশ্বিক বাণিজ্য ও প্রবৃদ্ধিতে দৃশ্যমান হবে।