যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী হচ্ছেন স্কট ব্যাসেন্ট
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনের জন্য ওয়াল স্ট্রিটের বিখ্যাত বিনিয়োগকারী স্কট ব্যাসেন্টকে অর্থমন্ত্রী পদে মনোনীত করেছেন। ট্রাম্প আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং এরই মধ্যে তার মন্ত্রিসভা গঠনের কাজ এগিয়ে চলছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে এক পোস্টে জানান, স্কট ব্যাসেন্ট একজন খ্যাতিমান আন্তর্জাতিক বিনিয়োগকারী ও কৌশলবিদ। তিনি বলেন, “স্কট আমার ‘আমেরিকা ফার্স্ট এজেন্ডার’ একজন দীর্ঘদিনের সমর্থক এবং মার্কিন অর্থনীতির প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নিতে সাহায্য করবেন।”
অর্থনৈতিক নেতৃত্বে স্কট ব্যাসেন্ট
স্কট ব্যাসেন্ট যুক্তরাষ্ট্রের করনীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন, এবং নিষেধাজ্ঞা নীতি প্রণয়নে নেতৃত্ব দেবেন। তার অভিজ্ঞতা এবং ওয়াল স্ট্রিটে সফল ক্যারিয়ার তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য যোগ্য করে তুলেছে।
একসময় হাঙ্গেরিয়ান-মার্কিন ধনকুবের জর্জ সরোসের হয়ে কাজ করেছেন স্কট ব্যাসেন্ট। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তিনি ডোনাল্ড ট্রাম্পের একজন সক্রিয় সমর্থক ছিলেন।
মন্ত্রিসভায় অন্য নিয়োগ
ট্রাম্প একই সঙ্গে তার প্রশাসনের জন্য আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের জন্য নাম ঘোষণা করেছেন:
লোরি শাভেজ-ডিরেমার (৫৬): শ্রমমন্ত্রী
হাওয়ার্ড লাটনিক: বাণিজ্যমন্ত্রী
নতুন এই নিয়োগগুলো ট্রাম্প প্রশাসনের নীতি এবং লক্ষ্য নিয়ে আগ্রহী মহলে আলোচনা তৈরি করেছে।
সূত্র: বিবিসি