মুহূর্তেই ভাইরাল হাসনাতের নতুন স্লোগান
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবার ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবার সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে। আগামীকাল রবিবার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে সমবেত হতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে, যা আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে।
এরই মধ্যে আওয়ামী লীগের বিচারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন। কর্মসূচি অনুযায়ী, রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় গুলিস্তান জিরো পয়েন্টে গণজমায়েত অনুষ্ঠিত হবে।
এই কর্মসূচির আগে হাসনাত আব্দুল্লাহ একটি নতুন স্লোগান প্রকাশ করেন, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তাঁর স্লোগানটি ছিল, “সাঈদ-নুর-আসাদ ভাই; ফ্যাসিবাদের জায়গা নাই। শহীদ সাঈদ নূর আসাদ; নিপাত যাবেই মুজিববাদ।” বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক উমামা ফাতেমা এই স্লোগানটি শেয়ার করার পর তা আরও ছড়িয়ে পড়ে।
হাসনাতের নতুন এই স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে এবং আন্দোলনকারীদের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে।