মির্জাপুরে সাত অবৈধ ইটভাটায় চতুর্থ দফায় অভিযান

মির্জাপুরে সাত অবৈধ ইটভাটায় চতুর্থ দফায় অভিযান

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে পরিচালিত সাতটি ইটভাটায় চতুর্থ দফায় অভিযান চালিয়ে তা গুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার সকালে উপজেলার বহুরিয়া, চান্দুলিয়া, পাথালিয়াপাড়া ও দেওহাটা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এছাড়া, বহুরিয়া এলাকার এইচএসবি ব্রিকসের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই লাখ টাকা এবং ধেরুয়া এলাকার হাকিম ব্রিকসের কাগজপত্র না থাকায় পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

গুড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো— বহুরিয়া গ্রামের আরবিসি ব্রিকস, এমএসবি ব্রিকস, বাটা ব্রিকস, চান্দুলিয়া গ্রামের এইচইউবি ব্রিকস, দেওহাটা গ্রামের সনি ব্রিকস ও রান ব্রিকস এবং পাথালিয়াপাড়ার বিঅ্যান্ডবি ব্রিকস। এর মধ্যে রান ব্রিকসটির কিছু অংশ মির্জাপুর পৌরসভার বাইমহাটী এলাকায় অবস্থিত।

প্রত্যেক ইটভাটায় কমপক্ষে ১৫ থেকে ২০ একর তিন ফসলি জমি ব্যবহার করা হয়েছে। অভিযানে টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান, পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর জানান, “এর আগেও এসব ইটভাটায় অভিযান চালিয়ে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় ইট তৈরির কাজ চলছিল।”

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম বলেন, “অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোতে পুনরায় চিমনি তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল। অভিযান চালিয়ে ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুই ভাটা মালিককে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 )