মালয়েশিয়ায় একাধিক কারখানায় বিস্ফোরণ, ৩ বাংলাদেশি আহত

মালয়েশিয়ায় একাধিক কারখানায় বিস্ফোরণ, ৩ বাংলাদেশি আহত

মালয়েশিয়ার ইস্কান্দার পুতেরি শহরের এসআইএলসি শিল্প পার্কে রাসায়নিক গুদামসহ চারটি কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে, যেখানে আগুনের সময় আহত শ্রমিকরা কোনো মতে কারখানা থেকে বের হতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডের সূত্রপাত সকাল সাড়ে ১১টার দিকে বলে ধারণা করা হচ্ছে। আহত তিনজনের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে এবং তাদের দ্রুত সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ইস্কান্দার পুতেরি শহরের ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের অপারেশন কমান্ডার মোহাম্মদ ফাইয সুলেইমান জানান, সকাল ১১টা ৩৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ৪৬ জন অগ্নিনির্বাপণকর্মী আগুন নেভানোর কাজে অংশ নেন। আগুন চারটি কারখানায় ছড়িয়ে পড়েছিল, যার মধ্যে একটি লজিস্টিক কারখানা এবং একটি পেইন্ট থিনার গুদাম ছিল। পেইন্ট থিনার দাহ্য হওয়ায় বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে কারখানাগুলোর প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে এবং পরিবেশ দপ্তর রাসায়নিক দূষণ নিয়ে পরীক্ষা করছে।

 

 

 

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )