মান্দায় ইজারাকৃত বিলের মাছ লুটের অভিযোগ
নওগাঁর মান্দা উপজেলার কুরকুচি বিল থেকে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, শতাধিক লোকজন নৌকা ও জাল নিয়ে বিলটিতে প্রবেশ করে ইজারাকৃত মাছ লুট করে নিয়ে যায়।
বিলের ইজারাদার পরিতোষ চন্দ্র হালদার জানান, কুরকুচি বিলটি ৩৮.৯৪ একর আয়তনের এবং জেলা জলমহাল ইজারা কমিটির মাধ্যমে ঘোনা মৎস্যজীবী সমবায় সমিতি ১১ লাখ টাকায় ইজারা নেয়। ইজারার পর থেকে সেখানে নিয়মিত পরিচর্যা ও মাছ চাষ করে আসছিলেন তারা। লুটের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন বলেও জানান তিনি।
মাছ লুটের নেতৃত্ব দেওয়া বিহারুল গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, এতদিন বিলটি আওয়ামী লীগের কিছু লোকজন দখলে রেখেছিলেন, যার কারণে স্থানীয় মৎস্যজীবীরা মাছ ধরতে পারছিলেন না। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে স্থানীয় মৎস্যজীবীরা বিল থেকে মাছ শিকার করে নিয়েছেন। বিলটি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন, “বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এসিল্যান্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে।”