
মাদারীপুরে পাঁচ স্থানে ছাত্রলীগের মশাল মিছিল
মাদারীপুরে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গতকাল সোমবার রাত ১০টা থেকে ভোর ২টা পর্যন্ত সদর উপজেলার পাঁচটি স্থানে—ছিলারচর, ধুরাইল, মস্তফাপুর, খাগদী ও পেয়ারপুর—টানা মশাল মিছিল করেছে। মাদারীপুর মশাল মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ বিক্ষোভ, শেখ হাসিনা মৃত্যুদণ্ড প্রতিবাদ—এই তিন বিষয়কে কেন্দ্র করে পুরো জেলায় সতর্কতা জোরদার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ছিলারচরের বড় সেতুর ওপর ১৫–১৭ জন যুবক মুখে মাস্ক ও মাথায় টুপি পরে মশাল হাতে বিক্ষোভে অংশ নেন। তাঁদের হাতে থাকা ব্যানারে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানানো হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—মশাল হাতে তারা সরকারবিরোধী স্লোগান দিতে দিতে সেতু অতিক্রম করছেন।
এরপর রাত ১টার দিকে ধুরাইল, মস্তফাপুর, খাগদী ও পেয়ারপুর এলাকার গ্রামীণ সড়কেও একই ধরনের চারটি ঝটিকা মশাল মিছিল হয়। প্রতিটি মিছিলে ১০ থেকে ১২ জন করে অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যায়—রাতে অন্ধকার গলি ও গ্রামীণ পথে মশাল হাতে স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন অংশগ্রহণকারীরা।
আজ মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম বলেন, “বিভিন্ন ভিডিও ও তথ্যসূত্র থেকে নিশ্চিত হয়েছি নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠিত কয়েকটি গ্রুপ শেখ হাসিনার রায়ের প্রতিবাদে মশাল মিছিল করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঘটনার পর পুরো জেলায় সতর্কতা জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য নাশকতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

