মহান বিজয় দিবস উপলক্ষে সেনাবাহিনীর গান স্যালুট
মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন আজ (১৬ ডিসেম্বর) শুরু হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। ঢাকার পুরাতন বিমানবন্দর এলাকায় (তেজগাঁও) বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্ট ছয়টি গান ব্যবহার করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি এই গান স্যালুট প্রদর্শন করে।
স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ঐতিহ্যগতভাবে এই তোপধ্বনি দিয়ে জাতি শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়। এ তোপধ্বনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা।
এদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে পূর্ব তিমুরের সফররত প্রেসিডেন্ট রামোস হোর্তাকে সঙ্গে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। ভোর সাড়ে ৬টার পর তারা রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।