
মনোহরদীতে পিকআপ ভ্যান থামিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
নরসিংদীর মনোহরদী উপজেলায় বেসরকারি প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশের একটি পিকআপ ভ্যান থামিয়ে প্রায় ৩ লাখ টাকা লুট করেছে ডাকাতরা। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনোহরদী-ড্রেমেরঘাট আঞ্চলিক সড়কের গজারিয়া স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গাড়িচালক ও বিক্রয়কর্মীরা জানান, সকালে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন পরিবেশকের গোদাম থেকে পিকআপটি বিভিন্ন বাজারে মালামাল সরবরাহে বের হয়। চালাকচর, চকবাজার ও নোয়াকান্দী বাজারে পণ্য সরবরাহ শেষে গাড়িটি মনোহরদী ফেরার পথে গজারিয়া স্লুইসগেট এলাকায় পৌঁছালে হঠাৎ একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস তাদের গতিরোধ করে।
গাড়ি থেকে নেমে মুখোশপরা ৭-৮ জন যুবক ধারাল অস্ত্র নিয়ে পিকআপ ভ্যানে হামলা চালায়। তারা সামনের গ্লাসে কোপ মারে ও দরজায় আঘাত করে খুলে ফেলে। এরপর পিকআপে থাকা দুই বিক্রয়কর্মীর কাছ থেকে প্রায় ২ লাখ ৯০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
নেসলে বাংলাদেশের মনোহরদী পরিবেশক কার্যালয়ের ব্যবস্থাপক মাছুম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বাজার থেকে মালামাল বিক্রি শেষে ফেরার পথে গাড়ি থামিয়ে ডাকাত দল ব্যাগে থাকা পুরো বিক্রির টাকা নিয়ে যায়।”
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যান ও কোম্পানির কর্মীদের উদ্ধার করে থানায় আনে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন। লুট হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।