মণিরামপুরে গণহিস্টিরিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক শিক্ষার্থী
যশোরের মণিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে শ্রেণিকক্ষে প্রবেশের পর এই উপসর্গ দেখা দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম হালদার জানান, দ্বিতীয়, তৃতীয়, ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ঢোকার পর কয়েকজন শিক্ষার্থীর শরীরে চুলকানি শুরু হয়। এরপর চুলকানি দ্রুত অন্যান্য শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
প্রধান শিক্ষকের নির্দেশে তাৎক্ষণিকভাবে প্রায় ৮০-৯০ জন শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়, যেখানে অর্ধশতাধিক শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে আসে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ঘটনাটি গণহিস্টিরিয়া বলে মনে হচ্ছে। তবে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।
ইউএনও নিশাত তামান্না বলেন, এ ঘটনার প্রকৃত কারণ জানার জন্য হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) হুমায়ুন রশিদ, সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুল বাসার ওমর ফারুক এবং প্রধান শিক্ষক গৌতম হালদারকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।