ভোটার তালিকা থেকে বাদ পড়বে ১০ লাখের বেশি মৃত ভোটার

ভোটার তালিকা থেকে বাদ পড়বে ১০ লাখের বেশি মৃত ভোটার

গত ২০ জানুয়ারি থেকে ১৫ দিন ধরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের হালনাগাদ কার্যক্রমে মোট ৪৭ লাখের বেশি নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ১০ লাখ ৩৯ হাজার ২২০ জন মৃত ভোটারের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এসব মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, নতুন ভোটার হিসেবে ৩৭ লাখ ৪৫ হাজার ৭৮৪ জন নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে সোমবার পর্যন্ত প্রাপ্ত তথ্য যোগ করলে সংখ্যাটি কিছুটা পরিবর্তন হতে পারে।

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলবে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করার কাজ।

২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির পর এটি সপ্তম হালনাগাদ কার্যক্রম। পূর্বে ২০০৯-২০১০, ২০১২-২০১৩, ২০১৫-২০১৬, ২০১৭-২০১৮, ২০১৯-২০২০ ও ২০২২-২০২৩ সালে একইভাবে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে।

নতুন ভোটার হতে প্রয়োজনীয় কাগজপত্র:
১. ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি
2. জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি
3. নিকটাত্মীয়ের এনআইডির ফটোকপি (পিতা-মাতা, ভাই-বোন ইত্যাদি)
4. এসএসসি/দাখিল/সমমান বা অষ্টম শ্রেণি পাসের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
5. ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি বা চৌকিদারি রসিদ)

ভোটার হওয়ার ক্ষেত্রে সতর্কতা:

  • নিজের নাম, পিতা-মাতার নাম ও জন্ম তারিখ নির্ভুলভাবে লিখতে হবে
  • জন্ম তারিখ অবশ্যই জন্মনিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে
  • স্থায়ী ঠিকানার ক্ষেত্রে প্রকৃত ঠিকানা প্রদান করতে হবে
  • দ্বৈত বা একাধিকবার ভোটার হওয়া যাবে না, এটি আইনত দণ্ডনীয় অপরাধ

নির্বাচন কমিশন জানিয়েছে, একাধিকবার ভোটার হওয়ার চেষ্টা করলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যাবে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটারসংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 )