ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল
ভারত সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার ভিসার মেয়াদ বাড়িয়েছে, একদিন আগে তার পাসপোর্ট বাতিলের ঘোষণা আসার পর। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে ৮ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়, যেখানে বলা হয়েছে, কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে শেখ হাসিনার রেসিডেন্ট পারমিটের মেয়াদ সম্প্রতি বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, ৬ জানুয়ারি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, ১২ ফেব্রুয়ারির মধ্যে তাকে ট্রাইব্যুনালের সামনে হাজির হওয়ার নির্দেশও দেয়। এদিকে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে কূটনৈতিক বার্তা পাঠানো হয়, তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি ‘কূটনৈতিক’ নয়, বরং ‘আইনি’ বিষয়।
ভারতীয় কূটনৈতিক সূত্রে দাবি করা হয়েছে, হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে সমস্ত আইনি দিক খতিয়ে দেখতে কয়েক মাসও লাগতে পারে। এ কারণে, ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার ভারতে থাকার বৈধতা বাড়ানো হয়েছে। এছাড়া, শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের পর, ভারতে তার অবস্থানের বৈধতা ‘ফরেন রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিস’ (এফআরআরও) মাধ্যমে নিয়মিত করা হয়েছে, তবে এই অনুমতির মেয়াদ এখনও পরিষ্কার নয়।
এদিকে, ৭ জানুয়ারি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করার ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গুম ও হত্যার সঙ্গে জড়িত ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে, এর মধ্যে শেখ হাসিনার নামও রয়েছে।