ভারত-ভিয়েতনাম থেকে এলো ৩৮ হাজার টন চাল

ভারত-ভিয়েতনাম থেকে এলো ৩৮ হাজার টন চাল

ভারত ও ভিয়েতনাম থেকে আমদানি করা ৩৮ হাজার ৮৮০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বুধবার (১২ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ১৭ হাজার ৮০০ মেট্রিক টন আতপ চাল বহনকারী ‘এমভি ট্রংগান শিপ’ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। পাশাপাশি, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ২১ হাজার ৮০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে ‘এমভি রেক এলিট’ জাহাজ বন্দরে পৌঁছেছে।

জাহাজে আনা চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে, আন্তর্জাতিক দরপত্রের আওতায় ভারত থেকে আমদানি করা ৬ হাজার মেট্রিক টন সিদ্ধ চালবাহী আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )