ভারত দেশের গার্মেন্টস শিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছে: শ্রমিক নেতা

ভারত দেশের গার্মেন্টস শিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছে: শ্রমিক নেতা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান অভিযোগ করেছেন, ভারত দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্প ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, ‘যেভাবে স্বাধীনতার পর পাটশিল্প ধ্বংস হয়েছিল, এখন তারা একইভাবে দেশের গার্মেন্টস শিল্পের দিকে নজর দিয়েছে। তাদের লক্ষ্য হলো বাংলাদেশের শ্রমিকদের বেকার করা, যাতে শ্রমিকদের ঘরে খাবার না থাকে।’

শুক্রবার (৪ অক্টোবর) ফেডারেশনের ঢাকা জেলা উত্তরের উদ্যোগে আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হারুনুর রশিদ দাবি করেন, ‘স্বাধীনতার পর ভারত পাটের গুদামে আগুন লাগিয়ে আমাদের অর্থনীতি ধ্বংসের চেষ্টা করেছিল, আর এবার তারা গার্মেন্টস শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

তিনি আরো বলেন, এই ষড়যন্ত্র সফল হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমিকরা, কারণ মালিকদের বড় ধরনের ক্ষতি হবে না। শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বে এবং তাদের জীবনে দারিদ্র্য নেমে আসবে। এই ষড়যন্ত্রের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অধ্যাপক হারুনুর রশিদ শ্রমিকদের সাম্যের দাবি জানিয়ে বলেন, ‘আমরা সাম্য প্রতিষ্ঠা করতে চাই, যা ইসলামের শিক্ষায় রয়েছে। আমরা চাই, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু হোক এবং মালিক ও শ্রমিকের জন্য একই ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সমাবেশে বলেন, ‘একদল ষড়যন্ত্রকারী গার্মেন্টস শিল্প ধ্বংসের চেষ্টা করছে। তারা বিভিন্ন সময় নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং এখনও দেশের গার্মেন্টস শিল্পকে টার্গেট করেছে।’ তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘কারখানা ভাঙচুর বা হঠাৎ করে আন্দোলনে না জড়িয়ে সরকারের ১৮ দফা দাবি মেনে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’

এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আফজাল হোসেন, কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মো. তসলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )