ভারত থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছালো আরও সাড়ে ১১ হাজার টন চাল

ভারত থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছালো আরও সাড়ে ১১ হাজার টন চাল

উন্মুক্ত দরপত্রের (ওপেন টেন্ডার) আওতায় ভারত থেকে আরও ১১ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল দেশে এসে পৌঁছেছে। সোমবার (২৪ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমভি ডিডিএস মেরিনা নামক জাহাজটি উক্ত চালের চালান নিয়ে ভারত থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯টি পৃথক প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

চাল খালাসের প্রস্তুতির অংশ হিসেবে জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। খুব শিগগিরই চাল খালাসের কার্যক্রম শুরু হবে এবং এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )