ভারত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠলে বদলাতে পারে ভেন্যু

ভারত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠলে বদলাতে পারে ভেন্যু

আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফির আসর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আট দলের এই টুর্নামেন্টের ১৫টি ম্যাচের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) লাহোরসহ বেশ কিছু ভেন্যু নির্ধারণ করেছে। ৯ মার্চ লাহোরে ফাইনাল হওয়ার কথা থাকলেও, ভারত ফাইনালে উঠলে ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এমন অবস্থায় ফাইনাল লাহোর থেকে দুবাইতে সরিয়ে নেওয়া হতে পারে।

বিসিসিআই এখনো পাকিস্তানে সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। আইসিসি পরিস্থিতি বিবেচনায় ভেন্যু পরিবর্তনের কথা ভাবছে, যা পিসিবির জন্য অস্বস্তিকর। পিসিবির প্রেসিডেন্ট মোহসিন নাকভি বলেন, “আমরা আত্মবিশ্বাসী যে সব দলের অংশগ্রহণে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে পারব এবং ভারতীয় দলের পাকিস্তানে আসা উচিত।”

যদি ভারত গ্রুপ পর্ব বা সেমিফাইনালে উঠে, তাহলে বিকল্প ভেন্যু হিসেবে আবুধাবি বা শারজাহকে ভাবা হচ্ছে। তবে পিসিবি এই পরিকল্পনায় খুশি নয় এবং তাদের দৃঢ়প্রতিজ্ঞ যে, পুরো টুর্নামেন্ট পাকিস্তানেই অনুষ্ঠিত হবে।

পিসিবির একজন মুখপাত্র বলেন, “চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল পাকিস্তান থেকে সরানোর গুজবের কোনো ভিত্তি নেই। আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি যাতে পাকিস্তানে সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করা যায়।”

উল্লেখ্য, ২০১২-১৩ সালের পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে এবং ২০২৩ এশিয়া কাপও হাইব্রিড মডেলে আয়োজিত হয়েছিল।

 

 

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )