ভারতের কাশ্মিরে ভূমিকম্প, আতঙ্কে মানুষজন
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় রবিবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের উৎসস্থল ছিল ডোডার গুন্ডো এলাকায়, যা ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ছিল। সকাল ৬টার দিকে ডোডা ও আশেপাশের জেলাগুলোতে এই ভূমিকম্প অনুভূত হলে, স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩, তবে প্রশাসন জানিয়েছে, এই ভূমিকম্পে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, আসামেও একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৪.৬। এর একদিন আগে হিমাচল প্রদেশের শিমলায়ও ৩ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, তবে সেখানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, গত আগস্টে জম্মু-কাশ্মীরে বারামুলা ও কুপওয়ারা জেলায় পরপর কয়েকটি ভূমিকম্প হয়েছিল, যার মধ্যে প্রথমটির তীব্রতা ছিল ৪.৯ এবং দ্বিতীয়টির ৪.৮।
TAGS Website