ভারতের অভ্যন্তরে বিএসএফ-বিজিবি সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

ভারতের অভ্যন্তরে বিএসএফ-বিজিবি সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উদ্যোগে ভারতের কৃষ্ণনগর ক্যাম্পে বিএসএফ-বিজিবির সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর সীমান্তে ভারতের অভ্যন্তরে কৃষ্ণনগরে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, বিজিবি ও বিএসএফ উভয় বাহিনী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্তবর্তী জনগণের নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে সীমান্ত হত্যা, মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলি না চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয় এবং যৌথভাবে কাজ করার অঙ্গীকার করা হয়। দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে বৈঠক শেষে উপহার বিনিময় করা হয়।

বৈঠকে ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআই শ্রী সঞ্জয় কুমার এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন।

এছাড়া, বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ, চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান, অতিরিক্ত পরিচালক মেজর কাজী আসিফ আহমেদ, কুষ্টিয়া বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর শফিকুল ইসলাম।

অপরদিকে বিএসএফ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কমান্ডেন্ট সঞ্জয় প্রসাদ সিং, কমান্ডেন্ট সুনীল কুমার, কমান্ডেন্ট বিপিন পান্থরি, কমান্ডেন্ট বি মধুসূদন রাও, কমান্ডেন্ট সুজিত কুমার, ডেপুটি কমান্ডেন্ট দুর্গেশ কুমার, ডেপুটি কমান্ডেন্ট বিনোদ কুমার, কম্পানি কমান্ডার ভিতাশী ও কম্পানি কমান্ডার ভিড পাল।

বৈঠক শেষে সন্ধ্যা ৭টায় বাংলাদেশে ফিরে আসেন বিজিবি কর্মকর্তারা।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus (1 )