বেরোবিতে র্যাগিং বন্ধে অভিযোগ বক্স ও ইমেইল চালু
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে র্যাগিং প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন পদক্ষেপ হিসেবে ক্যাম্পাসজুড়ে অভিযোগ বক্স স্থাপন এবং ইমেইল ঠিকানা চালু করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি একাডেমিক ভবন, আবাসিক হল এবং প্রক্টর অফিসে র্যাগিং সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার জন্য বক্স স্থাপন করা হয়েছে। পাশাপাশি ইমেইলের মাধ্যমে অভিযোগ জানানোর জন্য [email protected] ঠিকানাটি চালু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং যথাযথ প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন নবীন শিক্ষার্থীদের প্রতি সবার মানবিক ও বন্ধুত্বপূর্ণ আচরণের প্রত্যাশা ব্যক্ত করেছে। ‘র্যাগিং নয়, সহানুভূতি ও বন্ধুত্বই হোক বেরোবিয়ানদের পরিচয়’—এই বার্তা ছড়িয়ে দিতে সবাইকে আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মনে করছে, এই পদক্ষেপ ক্যাম্পাসে নিরাপদ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের শিক্ষার্থী আবু হোসেন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নেই, তবে মাঝে মাঝে কিছু শিক্ষার্থী নবীনদের হয়রানি করে। অভিযোগ বক্স ও ইমেইল ব্যবস্থা চালু করায় নবীন শিক্ষার্থীরা আরও নিরাপদ বোধ করবে।’
নবীন শিক্ষার্থী মুজাহিদ ইসলাম বলেন, ‘সিনিয়র ভাই-আপুরা কখনো শারীরিক শাস্তি দেন না, তবে পরিচয়ের জন্য মাঝে মাঝে মাঠে বসিয়ে রাখেন। প্রশাসনের এই উদ্যোগ নবীনদের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে।’
এই পদক্ষেপ নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানোর এক মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।