
বিশ্ব ইজতেমার প্রথম পর্বে চলবে ১১টি বিশেষ ট্রেন
বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেনের সংখ্যা ও সময়সূচিতে পরিবর্তন এনেছে। পূর্বে ঘোষিত ১৪টি ট্রেনের পরিবর্তে এবার ১১টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়। সংশোধনী অনুযায়ী, প্রথম পর্বের ইজতেমায় জামালপুর ও টাঙ্গাইল স্পেশাল ট্রেন ২টি বাতিল করা হয়েছে।
বিশেষ ট্রেনের সময়সূচি:
- জুমা স্পেশাল ট্রেন (৩১ জানুয়ারি, শুক্রবার)
- জুমা স্পেশাল-১: ঢাকা থেকে সকাল ৯:৩০, টঙ্গী পৌঁছাবে ১০:১৫।
- জুমা স্পেশাল-২: টঙ্গী থেকে বিকেল ৩:০০, ঢাকা পৌঁছাবে ৩:৪৫।
- আখেরি মোনাজাতের দিন (২ ফেব্রুয়ারি, রোববার) চলবে ৯টি ট্রেন:
- ঢাকা-টঙ্গী স্পেশাল ট্রেন:
- স্পেশাল-১: ভোর ৪:৪৫
- স্পেশাল-2: ভোর ৫:০০
- স্পেশাল-3: ভোর ৫:২৫
- স্পেশাল-4: ভোর ৫:৫০
- টঙ্গী-ঢাকা ফেরত ট্রেন:
- স্পেশাল-১: সকাল ৮:২০
- স্পেশাল-২: সকাল ৮:৩৫
- স্পেশাল-৩: সকাল ৯:৪২
- স্পেশাল-৪: সকাল ১০:৪০
- স্পেশাল-৫: সকাল ১১:০৭
- ঢাকা-টঙ্গী স্পেশাল ট্রেন:
বিশেষ এই ট্রেনগুলো মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পরিচালিত হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
CATEGORIES জাতীয়